ঢাবি ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/28/kishoganj-bnp-news-pic.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার দুপুর ১২টায় জেলা শহরের একরামপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
পরে মিছিলটি বিভিন্ন সড়ক হয়ে তেরীপট্টি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।