ত্রাণবাহী ট্রলারডুবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার
নেত্রকোনার কলমাকান্দার নোয়াগাঁও এলাকার সোনাডুবি হাওরে টাঙ্গাইল থেকে বন্যার্তদের সহযোগিতা করতে আসা ১২ জন স্বেচ্ছাসেবী ও ৬০০ প্যাকেট নিয়ে ত্রাণবাহী ট্রলারডুবি ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ৯৯৯ কল পেয়ে হাওর থেকে লোকজনসহ ত্রাণের মালামাল উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি জানান, ত্রাণসামগ্রী তাৎক্ষণিক স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরও জানান, কলমাকান্দা ট্রলারঘাট থেকে ত্রাণ নিয়ে ১২ ব্যক্তি সুনামগঞ্জের মধ্যনগর যাওয়ার পথে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে এবং ধীরে ধীরে ট্রলারটি ডুবতে থাকে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস মালামালসহ তাদের উদ্ধার করে।