দিনাজপুরে এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ২
দিনাজপুরের ফুলবাড়ি বাসস্ট্যান্ডে ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাক থেকে প্রায় ১৬ লাখ টাকা লুটের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর ১১ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার বাগপুর গ্রামের বরকত জামান ও দিনাজপুর সদরের রাজারামপুর গ্রামের রেজাউল ইসলাম।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘ডাচ বাংলা ব্যাংক ফাস্ট ট্রাকের জুনিয়র চ্যানেল কর্মকর্তা বরকত জামানকে (৩৫) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর স্বীকার করেন এই ঘটনা পরিকল্পিত। তাঁকে সহযোগিতা করেছেন স্থানীয় বিকাশ ব্যবসায়ী রেজাউল ইসলাম। গত বৃহস্পতিবার সিসি ক্যামেরা বন্ধ রেখে নিরাপত্তাকর্মীকে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে অচেতন করে এটিএম বুথের ভল্ট ভেঙে টাকা বের করে নেন।’
শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘এ ঘটনায় মামলার পর অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল হাসানের নেতৃত্বে মূল আসামি বরকত জামান ও সহযোগী রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১১ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।’