দিনাজপুরে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/15/e699dan3.jpg)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এ কে এম ফজলুর রহমান দুলাল নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টার দিকে মৃত্যু হয় তাঁর। দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
ফজলুর রহমান দুলাল চিরিরবন্দরের সাতনালা ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, ফজলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার ভোরে মৃত্যু হয় তাঁর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাতনালা ইউপির চেয়ারম্যান ফজলুর রহমান করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে গত ৩০ জুন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর ওইদিনই তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরে গত ২ জুলাই তাঁর করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। এরপর থেকে তিনি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়েছে হয়েছে।