দিনাজপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১
বিক্রির জন্য এক কেজি গাঁজা কিনে বাড়িতে ফিরছিলেন মাদক ব্যবসায়ী রায়হানুল ইসলাম (২৯)। নদীর ঘাট পার হলেই পৌঁছে যেতেন বাড়িতে। এর আগেই তাঁর পিছু নেয় দিনাজপুরের ঘোরাঘাট থানার পুলিশ। দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আটক হন তাদের হাতে। এরপর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে রায়হানুলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে এক কেজি গাঁজা জব্দ করে পুলিশ। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
রায়হানুলের বাড়ি ঘোড়াঘাট উপজেলার বালিয়া-কৈইপাড়া গ্রামে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, বলগাড়ী-কৈইপাড়া গ্রামে একজন মাদক নিয়ে আসবে। পরে উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে গাঁজাসহ রায়হানুলকে আটক করা হয়। পরে মামলা দিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।’