দিনে ছিনতাই, রাতে ডাকাতি, ডিবির জালে দুজন
গভীর রাতে সড়ক বা মহাসড়কের পাশে হোটেলে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল মঙ্গলবার ভোরে তাদের সাভার উপজেলার আশুলিয়ার মরা গাঙ এলাকা থেকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একটি দল দীর্ঘ অনুসন্ধান আর অনুসরণের পর আটক করে।
আটকরা হচ্ছেন ময়মনসিংহ জেলার সদর থানার ফাতেমানগরের নারায়ণপুর এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আলামিন (৩৫) ও শাহ বয়রা এলাকার খোরশেদ আলমের ছেলে আকাশ (৩৮)।
ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, আশুলিয়া থানার জিরাবো বাসস্ট্যান্ডে ২০২০ সালের জুন মাসে মা মিষ্টান্ন ও সুইটমিটে দুর্ধর্ষ ডাকাতি হয়। এর তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশকে। দীর্ঘ তদন্ত শেষে ডিবি পুলিশের ইনচার্জ নাজমুল হাসানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) গণি মিয়া ও তাঁর দল দুজনকে আটক করে।
নাজমুল হাসান বলেন, ‘আমরা অনুসন্ধান করে দেখেছি, এই গ্রুপ রাতে ডাকাতি করে আর দিনে মহাসড়কের গতিরোধকে দাঁড়িয়ে চলন্ত গাড়িতে ফোনে আলাপরত যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’
আটকরা বেশ কয়েকটি ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে দাবি করে নাজমুল হাসান বলেন, আমরা তাদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোনসেট, টাকা আলামত হিসেবে জব্দ করেছি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।