পুলিশ কর্মকর্তার মোবাইলফোন-চেইন ছিনতাই, ৪ আসামি রিমান্ডে
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তার মেবাইলফোন ও চেইন ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
রিমান্ডকৃত আসামিরা হলেন—আকতার হোসেন, সোহেল, আবির হোসেন রাসেল ও মো. রনি।
এজাহার থেকে জানা গেছে, গত ১২ মে ভোরে ডিউটিতে যাওয়ার সময় পল্টন থানা এলাকার রাজারবাগ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে পৌঁছালে একটি হলুদ ও নীল রঙের পিকআপ ভ্যান পেছন থেকে তার রিকশায় ধাক্কা দেয়। এরপর পিকআপ থেকে অজ্ঞাতপরিচয় দুজন এসে বাদীকে গলায় ছুড়ি ধরে ভয়ভীতি দেখিয়ে তার গলার সোনার চেইন, মুঠোফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ফ্রন্ট ডেস্কে কর্মরত নার্গিস আক্তার বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।