দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আ. লীগ নেতা নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/13/jhenidh-death-boltu.jpg)
ঝিনাইদহের শৈলকুপায় দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলা শহরের কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লিয়াকত আলী বল্টু। তিনি কাউন্সিলর পদপ্রার্থী আলমগীর হোসেন খান বাবুর ভাই এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শওকত আলী ও আলমগীর হোসেন খান বাবুর সমর্থকরা কবিরপুর এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন কাউন্সিলর পদপ্রার্থী বাবুর ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বল্টু। এছাড়া আরো অন্তত ছয়জন আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় লিয়াকত আলী বল্টুকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
এ ঘটনায় পরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।