ভোলায় চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/mass-beating_0.jpg)
ভোলার তজুমদ্দিনে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়িতে ঘটে এ ঘটনা। নিহতরা হলেন মো. নয়ন (২৬) ও আমির হোসেন (২৭)।
স্থানীয়রা জানান, নিহত নয়ন ও আমির হোসেন পেশাদার চোর। তারা দীর্ঘদিন ধরে চুরি করে আসছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তারা ভুঁইয়া বাড়ির বাসিন্দা খালেকের গোয়ালঘরে গরু চুরি করতে যায়। এ সময় গরুর মালিক খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ির এবং আশপাশের অন্যান্য লোকজন ছুটে এসে নয়ন ও আমির হোসেনকে আটক করে। আটকের পর বেঁধে দুজনকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। বেদম প্রহারে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিল। পরে স্থানীয়রা তাদেরকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।