দুই দিন আগেই গণসমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীরা
বরিশালে বিএনপির গণসমাবেশের দুই দিন আগেই সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী। মাঠেই অবস্থান করছে তারা। মাঠেই আদায় করছে নামাজ।
আজ বৃহস্পতিবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে মাগরিবের নামাজ আদায় করে শত শত নেতাকর্মী।
আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশ। সমাবেশের দুই দিন আগেই বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মী ও সমর্থকরা।
সমাবেশস্থলে থাকা মো. শহিদুল ইসলাম নামে বিএনপির এক কর্মী বলেন, ‘ইতোমধ্যে বরিশালের সঙ্গে অন্যান্য স্থানের যোগাযোগ বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। সরকারদলীয় লোকেরা সমাবেশ বানচাল করার চেষ্টা করছে। লঞ্চ, বাস, অটো, ট্রাকসহ সব যানবাহন বন্ধ করে দিয়েছে। তাই আমরা দুই দিন আগে থেকেই সমাবেশে যোগ দিয়েছি। এই জায়গায় নামাজ আদায় করতে পেরে এখন একটু শান্তি লাগছে।’
এদিকে দুদিন আগেই সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা মাঠের চারপাশে গাছতলা, তাঁবুর নিচে আশ্রয় নিয়েছে। এর মধ্যে যে যার সামর্থ্য অনুযায়ী খাবার কিনে খাচ্ছে। তবে এই দুদিন মাঠের মধ্যেই খোলা আকাশের নিচে রাত কাটাবে বলে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।