দুর্নীতিতে জনজীবন দিশেহারা : ডা. জাহিদ
 
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন আজ দিশেহারা। এসব থেকে দেশকে বাঁচাতে হলে দরকার জাতীয় সরকার।
বরিশাল প্রেসক্লাবের হলরুমে আজ শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সময় এসেছে, পেশাজীবীরা প্রস্তুতি নিন। মনে রাখবেন, ১০ দফা বাস্তবায়ন আমাদের প্রথম কাজ। এজন্য দরকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। কেন এ সরকারকে বিদায় নিতে হবে, কোন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন বদলানো দরকার, ইভিএম কেন দরকার নেই, প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে জনগণকে জানাতে হবে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘প্রতিহিংসার ঊর্ধ্বে গিয়ে দেশপ্রেমিকের মানসিকতা নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পদচারণা শুরু হয়েছে। মনে রাখতে হবে, এ পথচলায় বিভিন্ন ষড়যন্ত্র হবে। আজ পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কেন ষড়যন্ত্র হচ্ছে, কী করতে চায়, উদ্দেশ কী, সেদিকে পেশাজীবীদের লক্ষ্য রাখতে হবে।’
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী।
আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহবুবুল হক নান্নু।
অধ্যাপক ডা. আজিজ রহিমের সভাপতিত্বে ও ডা. মিজানুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চান, মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ প্রমুখ।

 
                   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 আকতার ফারুক শাহিন, বরিশাল
                                                  আকতার ফারুক শাহিন, বরিশাল
               
 
 
 
 
 
               
               
               
 
 
 
 
 
 
 
 
