নির্বাচন কমিশন ও দুদক পুনর্গঠন করতে হবে : ডা. জাহিদ হোসেন
দেশের দুই সাংবিধানিক প্রতিষ্ঠানে বিগত শেখ হাসিনা সরকারের ‘মদদপুষ্ট’ ব্যক্তিরা বসে আছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা সরকারের মদদপুষ্ট নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে। এ জন্য অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নিতে হবে।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ সংগ্রহ কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ডা. জাহিদ হোসেন এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, এখন অতীব জরুরি হলো—নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা। কারণ এ দুটি প্রতিষ্ঠানে বিগত সরকারের সুবিধাভোগীদের বসিয়ে রাখা হয়েছে। সুবিধাভোগীদের ঝেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের ফসল….। তারা তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
শেখ হাসিনা শাসনামলে গঠিত নির্বাচন কমিশন তাদের ‘তল্পিবাহক’ ছিল অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা দেখেছেন এই দেশের বিগত রেজিম (শাসন) যেটি ছিল সেটিকে পাকাপুক্ত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে সেটি হলো এই ভুয়া নির্বাচন কমিশন। তারা দলদাস তল্পিবাহক একটি কমিশন। ওই ফ্যাসিস্ট সরকারের পতন হলে আজকেও তাদের গঠন করা নির্বাচন কমিশন বহাল তবিয়তে বসে আছে।’
সংবাদ সম্মেলন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও ত্রাণ সংগ্রহ কমিটির সদস্য সচিব আবদুস সালাম আজাদ, সদস্য মীর সরাফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।