দেশব্যাপী বিএনপির গণঅনশন পালিত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দেশের বিভিন্ন জেলা-উপজেলায় এ কর্মসূচি পালিত হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
আমাদের জেলা প্রতিনিধি ও প্রতিবেদকদের পাঠানো সংবাদ
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : জেলায় বেলা ১১টায় শহরের সিনেমা হল রোডে গণঅনশন কর্মসূচি পালন করে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। এ সময় বিএনপি নেতা খাজা আবুল হাসনাত, আনোয়ার হোসেন খান, রফিকুল হাসান তনু, আব্দুল জব্বার বাবলু ও সিরাজুল ইসলাম মনিসহ দলীয় অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
শ.ম সাজু, রাজশাহী : আজ সকাল ১০টায় নগরীর মালোপাড়ায় ভুবন মোহন পার্কে গণঅনশন কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
আরও অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা ও মহানগর বিএনপির সভাপতি সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। তাঁরা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার ঘোষণা দেন তারা।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : সকাল ১০টা থেকে মাগুরার ভায়না বিএনপি কার্যালয়ে শতাধিক নেতাকর্মী অনশন শুরু করে। পরে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে এতে যোগ দেয়। এ সময় তাঁরা অফিসের সামনে বসলে পুলিশ তাদের উঠিয়ে দিয়ে অফিসের মধ্যে থাকতে বাধ্য করে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব আকতার হোসেনসহ নেতাকর্মীরা বক্তব্যকালে পুলিশি বাধার প্রতিবাদ ও নিন্দা জানান।
আইয়ূব আলী, ময়মনসিংহ : দক্ষিণ জেলা বিএনপির অফিসের পাশের একটি মাঠে গণঅনশন করেছে নেতাকর্মীরা। সকাল ৯টায় শুরুতে কোরআন তেলওয়াতের পর গণঅনশন শুরু হয়। অনশনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির সাংগাঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম। মাঠের বাইরেও রাস্তায় বিপুল নেতাকর্মীরা অবস্থান নেন।
শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ : সকাল ৯টা থেকে শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ে শুরু হয় গণঅনশন। বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান দুলাল, সহসভাপতি নাজমুল হাসান রানা ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান।
হালিম খান, নাটোর : সকাল ৯টায় নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী গণঅনশন করে নাটোরের বিএনপি নেতাকর্মীরা। এ সময় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী গোলাম মোর্শেদসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
এ বি এম ফজলুর রহমান, পাবনা : শহরের হামিদ রোডের প্রেসক্লাবের সামনে আজ গণঅনশন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ, তৌফিক হাবিব, নুর মোহাম্মদ মাসুম বগাসহ অন্যান্য নেতারা।
সঞ্জিব দাস, ফরিদপুর : আজ সকাল ১০টা থেকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এই গণঅনশন কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির সাবেক সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।
অনশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, বর্তমান সভাপতি রাজীব হোসেন, সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজসহ কয়েকশ নেতাকর্মীরা। বিকেল ৪টা পর্যন্ত চলার কথা থাকলেও বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ নেতাকর্মীদের বাধা দিয়ে উঠিয়ে দেয়।
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ : জেলা শহরের রথখলা ময়দানে আজ সকাল ৯টা থেকে গণঅনশন কর্মসূচি শুরু হয়। কেন্দ্রিয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার সঞ্চালনায় কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, আলী মোহাম্মদ, জালাল উদ্দিন, শরীফুল ইসলাম ও আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও আমিনুল ইসলাম আশফাক।
আকতার ফারুক শাহিন, বরিশাল : নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে আজ সকালে মহানগর বিএনপির উদ্যোগে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে।
অনশনে বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সদস্য সচিব আলী হায়দার বাবুল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু ও সদস্য সচিব আকতার হোসেন মেবুল, উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ প্রমুখ।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : জেলা বিএনপির উদ্যোগে আজ সকাল ১০টা থেকে শুরু হয় গণঅনশন। এ সময় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে গণঅনশনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সাবেক নারী সংসদ সদস্য রোকেয়া আহাম্মেদ লাকি, বিএনপি নেতা দীন মোহাম্মদ দীপু, গোলাম কবির কামাল, কবির হোসেন প্রমুখ। এ সময় বিএনপি যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনশনে অংশ নেয়।
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও : আজ সকালে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। কর্মসূচিতে জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অন্যরা।
অনশনে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলা দিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়।
কাকন রেজা, শেরপুর : আজ সকাল থেকে শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজারের বিএনপির কার্যালয়ে গণঅনশন পালিত হয়।
অনশনে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপি সম্পাদক হযরত আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : জেলায় আজ সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিরতিহীনভাবে গণঅনশেন অনুষ্ঠিত হয়েছে। গণঅনশেনে অংশ নেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। এতে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।
জেলা শহরের ইটাগাছা হাটের মোড়ের একটি কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
গণঅনশনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক শাহ কামরুজ্জামান কামু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আহসানুল কাদির শোভন, সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরীফুজ্জামান সজীব, সুলাইমান আলী, মহিউদ্দীন সিদ্দিকী প্রমুখ।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : কুড়িগ্রাম শহরের জাহাজ কোম্পানী মোড়ে সকাল থেকে গণঅনশন করছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনশনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য শামীমা রহমান আপন, জেলা বিএনপি কোষাধক্ষ অ্যাডভোকেট রুহুল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম তারা, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শাহিন শেখ রনজু, আজিজুল হক, সাঈয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নাছিম পারভেজ তারা, সহসভাপতি সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পৌর যুবদলের সভাপতি ওয়াজেদ আলী ঝিনুক, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আল-আমিন, সিনিয়র যুগ্ম সম্পদক রকিবুল হাসান রকি বকসি, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি প্রমুখ।
শাহজাহান সিরাজ মিঠু , জয়পুরহাট : আজ সকাল ৯টায় জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে গণঅনশন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
গণঅনশনে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও আব্দুল ওয়াহাব, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : সকাল ১০টায় বিএনপির জেলা কার্যালয়ে গণঅনশন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পুলিশি বাধার কারণে বাতিল ঘোষণা করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের বাসভবনের নিচতলায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঘণ্টাব্যাপী গণঅনশন করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা সভাপতির বক্তব্য দেন।