দেশে বহুজাতিক সামরিক অনুশীলন শুরু আগামীকাল
‘শক্তিশালী শান্তি রক্ষা কার্যক্রম’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল রোববার থেকে বাংলাদেশে বহুজাতিক সামরিক অনুশীলন শুরু হবে। ‘শান্তির অগ্রসেনা-২০২১’ শীর্ষক এই অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারত, ভুটান ও শ্রীলঙ্কার সেনাবাহিনী অংশগ্রহণ করবে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই বহুজাতিক সামরিক অনুশীলন শুরু হবে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত বহুজাতিক সামরিক অনুশীলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সৌদি আরব, কুয়েত ও সিঙ্গাপুর থেকে সামরিক পর্যবেক্ষকেরা উপস্থিত থাকবেন।
সামরিক অনুশীলনে ভুটান, শ্রীলংকান ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর ডোগরা রেজিমেন্টের কর্মকর্তা, জেসিও, সৈন্যসহ ৩০ সদস্যের কন্টিনজেন্টটি অনুশীলনে অংশ নেবেন।