দেশে সারের কোনো সংকট নেই : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কোনো ধরনের সংকট হবে না। ভেজাল সার প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে। এ ব্যাপারে কোন গাফিলতি মেনে নেওয়া হবে না।’
কৃষিমন্ত্রী আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সংসদ সদস্য মো. আব্দুল হাই, কৃষি সচিব মো. নাসিরুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ব্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের কৃষিতে সাধারণত ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি, জিপসাম, জিংক সালফেট এবং বরিক এসিড ব্যবহার করা হয়। আমরা চাই সারের জন্য আর কোন কৃষককে যেন কষ্ট করতে না হয়। দেশে পর্যাপ্ত পরিমান সার মজুদ রয়েছে। এখন কৃষক পর্যায় মিশ্র সার ব্যবহার বৃদ্ধির জন্য আরও বেশি বেশি উদ্বুদ্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের মোট চাহিদার সার বিসিআইসি, বেসরকারিভাবে উৎপাদন ও আমদানির মাধ্যমে পূরণ করা হয়। বর্তমান দেশে যে পরিমান সার মজুদ রয়েছে তাতে করে সারের জন্য কোন রকম সমস্যা হবে না। এছাড়া ডিসেম্বর নাগাদ যমুনা সার কারখানা সার উৎপাদনে যাবে।’

নিজস্ব প্রতিবেদক