দেশে ১৯ জুলাই পালিত হবে বুস্টার ডোজ দিবস
করোনাভাইরাস রোধে বাংলাদেশ সরকার টিকার ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় বুস্টার ডোজও দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। এবার আগামী ১৯ জুলাই বুস্টার ডোজ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৮ বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে এই দিন বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুস্টার ডোজ বিদবেস কথাটি জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দিবসটি উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৪টি কেন্দ্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি কেন্দ্রে বুস্টার ডোজ দিবস উপলক্ষে টিকা প্রদানের জন্য টিম ঘোষণা করা হয়েছে।