ধর্ষণের পর শিশু হত্যার অভিযোগ, গণপিটুনির পর পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গণপিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা স্বীকার করেছে জেলার পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচ বছর বয়সী ওই শিশুটি সকাল ১০টা থেকে নিখোঁজ ছিল। তাকে খুঁজতে খুঁজতে দুপুর পৌনে ১টায় স্থানীয় নান্নু মিয়ার বাড়ির ভাড়াটে সামাদের ঘরে প্রবেশ করে মেয়েটির বাবাসহ তিন থেকে চারজন। ওই ঘরের ভেতর তখন সামাদ, সোহেল ও শিমুল নামের তিনজনকে বিব্রতকর অবস্থায় দেখতে পায়। তাদের সামনে হাত-পা বাঁধা, গলায় গামছা প্যাঁচানো বস্ত্রহীন মাটিতে পড়ে থাকতে দেখতে পায় শিশুটিকে। কাছে গিয়ে মেয়ে মৃত বুঝতে পেরে চিৎকার দেয় মেয়েটির বাবা। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আছে। এ সময় সামাদ, সোহেল ও শিমুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।