ধর্ষণ মামলায় নিম্ন আদালতেও জামিন পেলেন শাকিল আহমেদ
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসকের করা মামলায় বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে এবার জামিন দিয়েছেন নিম্ন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন।’
পিপি আরও বলেন, ‘এর আগে গত ৮ নভেম্বর শাকিল আহমেদ হাইকোর্ট থেকে আগাম জামিন পান।’
গত ৪ নভেম্বর রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় গুলশান থানায় এ মামলা করা হয়। মামলায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগ এনেছেন বাদী।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন শাকিল। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে শাকিল আহমেদ কৌশলে তাঁর গর্ভপাত ঘটাতে বাধ্য করেন। এরপর শাকিল তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
তবে শাকিল আহমেদ গণমাধ্যমের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন।