ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে চার রিসোর্টকর্মীর সাক্ষ্য
ধর্ষণ মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টের কর্মকর্তা-কর্মচারী। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল চারজনের সাক্ষ্য গ্রহণ করেন।
কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় কঠোর নিরাপত্তায় আজ সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ জানান, গত ২৪ নভেম্বর বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালতে জবানবন্দি দেন ঝর্ণা। আজ আদালতে মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার চারজন সাক্ষী।
গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সঙ্গে একটি কক্ষে স্থানীয়রা অবরুদ্ধ করে মামুনুল হককে। এরপর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ঝর্ণা। এতে অভিযোগ করেন, মামুনুল হক বিয়ে করার প্রলোভন দেখিয়ে দুই বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন। তবে তাকে বিয়ে করেননি। পরে ঝর্ণার মামলার পর মামুনুলকে গ্রেপ্তার দেখানো হয়। ৩ নভেম্বর ধর্ষণ মামলায় মামুনুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ২৪ নভেম্বর আদালতে জবানবন্দী দেন ঝর্ণা।