ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : বাসস
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী সরাসরি যান ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এ সময় সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর ধানমণ্ডি ৩২ নম্বর উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য। আওয়ামী লীগের সহযোগী, সমমনা ও ভ্রাতৃপ্রতীম বিভিন্ন সংগঠন ও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

নিজস্ব প্রতিবেদক