ধানের খলায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, তরুণের জবানবন্দি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/18/hobiganj.jpg)
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহত স্কুলছাত্রী সুবর্ণা সরকার (৯) উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের ছিলারাই গ্রামের প্রভাত সরকারের মেয়ে; সে ছিলারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
অপরদিকে গ্রেপ্তার রিংকু সরকার (১৯) স্কুলছাত্রীর প্রতিবেশী। আজ সোমবার তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭টায় নিজবাড়ি থেকে নিখোঁজ হয় সুবর্ণা। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। একপর্যায়ে প্রতিবেশী রিংকুর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম তাকে আটক করে থানায় খবর দেন।
পরে বানিয়াচং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনাস্থলে গিয়ে রিংকু সরকারকে জিজ্ঞাসাবাদ করেন। ওসি বলেন, ‘রিংকু তখন জানায়, শনিবার রাত ৮টায় বাড়ির পূর্বপাশের ধানের খলায় নিয়ে শিশুটিকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করে লাশ একটি ডোবার পানিতে ফেলে দেয়।’
রিংকু সরকারের দেওয়া তথ্যানুযায়ী, আজ দুপুরে পুলিশ স্থানীয় জগৎ সরকারের বাড়ির পূর্বপাশের ডোবা হতে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি এমরান হোসেন।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, খবর পাওয়ার পরেই রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।