ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে : নজরুল ইসলাম খান
‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, লুটপাট ও টাকা পাচার বন্ধ করতে হলে এ সরকারকে বিদায় করতে হবে। এ জন্য ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ বুধবার (১১ জানুয়ারি) ময়মনসিংহে হরিকিশোর রায় রোডে রাষ্ট্র মেরামতের ১০ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালনকালে নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু দেশের মানুষ আজ ভালো নেই। বিদ্যুৎ ও তেলের দাম আবার বাড়ানোর কথা বলা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করব।’
এ সময় নজরুল ইসলাম খান গ্রেপ্তার করা স্থানীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, ‘পত্রিকায় দেখলাম সরকারকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। কী করলে সরকারের পতন হবে, আমরা জানি। আমরা তাই করব। এ সরকারকে বিদায় করে ছাড়ব ইনশা আল্লাহ।’
এদিকে আজ দুপুর ১২টার দিকে শহরের গোলপুকুরপাড় এলাকায় ছাত্রদল ও সরকার সমর্থক কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কোনো কোনো নেতাকর্মী আহত হন।
হরিকিশোর রায় রোডে রাষ্ট্র মেরামতের ১০ দফা দাবিতে এ গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনরত সমমনা দলগুলো। সকাল ১১টায় কর্মসূচি শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।
মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে গণঅবস্থান কর্মসূচিতে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরিফুল আলম, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, আবুল ফাত্তাহ খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ, এ কে এম মাহবুবুল আলম প্রমুখ নেতা বক্তব্য দেন।
গণঅবস্থান কর্মসূচির ফাঁকে ফাঁকে জাসাসের শিল্পীরা দলীয় গণসঙ্গীত পরিবেশন করেন।