নওগাঁয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে দেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সানোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গতকাল সোমবার (১৩ মার্চ) দিনগত রাতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সানোয়ার হোসেন ও তার সহযোগী ফরিদ উদ্দিনসহ ছয়-সাতজনের একটি দল নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করেন, এমন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিনগত রাতে ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালায় র্যাব। একপর্যায়ে সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সানোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। তাকে ধামইরহাট থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’