নওগাঁয় শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে

নওগাঁর আত্রাই উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাম্মেল শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করছে পুলিশ। আটককৃত মোজাম্মেল শেখকে (মোজা) আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভাগী পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রোববার বিকেলের দিকে বাড়ির পাশে শিশুটি তার সহপাঠীদের সঙ্গে খেলছিল। শিশুটির মা বাড়ির মধ্য কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী মোজাম্মেল শেখ টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেন। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারলে শিশুটির মা গতকাল সোমবার সন্ধ্যায় আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেন। রাতেই মোজাম্মেল শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করে আত্রাই থানায় পুলিশ।
শিশুটির মা জানান, মেয়ে বাড়িতে আসার পর অনেকটা দুর্বল মনে হচ্ছিল। এছাড়া প্রস্রাব করতে গিয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করায় কান্নাকাটি করছিল। এরপর মেয়েকে জিজ্ঞাস করলে সে বিষয়টি জানায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ আইনে একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত মোজাম্মেল শেখকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।