নরসিংদীতে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২
নরসিংদীর শিবপুরে গাড়ি ছিনতাইচক্রের সদস্যদের হাতে জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া তিনটি প্রাইভেটকার। জব্দ করা হয়েছে তাঁদের কাছে থাকা বিদেশি পিস্তল ও ইয়াবা।
আজ শুক্রবার বিকেলে জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। ওই বিজ্ঞপ্তিতে দুজন গ্রেপ্তারের কথা বলা হলেও জেলা পুলিশের পক্ষ থেকে একজন গ্রেপ্তারের বিষয় নিশ্চত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা উপজেলার শ্রীনগর এলাকার সোহেল মিয়া (৩২) ও তাঁর ভগ্নিপতি বিল্লাল হোসেন (৩০)।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকার পাশ থেকে গাড়িচালক রুবেল ও জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার রাতে রেন্ট-এ-কারচালক রুবেল মিয়া আরেক চালক শাহজালালকে মুঠোফোনে মাধবদীতে ট্রিপের কথা জানান। ঘটনার রাতে রুবেল, শাহজালাল ও জাহাঙ্গীর পৃথক প্রাইভেটকার নিয়ে বের হন। পরে কৌশলে রায়পুরার খলাপাড়া এলাকায় নিয়ে সোহেল ও তাঁর সহযোগীরা প্রাইভেটকারগুলো ছিনতাই করেন এবং রুবেল ও জাহাঙ্গীরকে হত্যা করেন। এ সময় শাহজালাল ও অন্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
জোড়া খুনের পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি গিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকেন সোহেল। সন্ধ্যার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ সময় সোহেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫২০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয় ছিনতাই হওয়া তিনটি প্রাইভেটকার। এ ছাড়া হত্যায় ব্যবহৃত বেশ কিছু আলামত জব্দ করে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ‘জোড়া খুনের ঘটনায় জড়িত থাকায় সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে রায়পুরা ও ঢাকার বাড্ডা থানায় একাধিক মামলা আছে বলে জানান তিনি।