চট্টগ্রামে ছুরিকাঘাতে সাতকানিয়ার কলেজছাত্র খুন
চট্টগ্রামে একটি সড়কের ওপর থেকে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নগরের চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কে বা কারা ছুরিকাঘাতে কলেজছাত্র শাওন বড়ুয়াকে খুন করেছে, তা এখনও জানা যায়নি।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাওন বড়ুয়া ওমরগনি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন পুরানগড় ইউনিয়নের শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে।
পরিদর্শক (তদন্ত) মো. ছাবেদ আলী বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে শাওন নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি খুন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি। নিহত শাওন বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম