নাটোরে ইমো হ্যাকারচক্রের চার সদস্য আটক

নাটোরের লালপুর থেকে আজ বৃহস্পতিবার ইমো হ্যাকারচক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। ছবি : এনটিভি
নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকারচক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। প্রবাসী বাংলাদেশিদের পরিবার টার্গেট করে চলত অ্যাকাউন্ট হ্যাকিং পর্ব। ফেলা হতো ফাঁদে। হাতিয়ে নেওয়া হতো টাকা।
নাটোর র্যাব-৫ উপ-অধিনায়ক রফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার এ সব তথ্য দাবি করে জানান, গোয়েন্দা নজরদারির মাধ্যমে গতকাল মধ্যরাতে ইমো হ্যাকারচক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- তন্ময়, সোহেল, রুহুল আমিন ও সৌরভ কুমার।
রফিকুল ইসলাম জানান, লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া মাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।