নাটোরে প্রাইভেটকার থেকে তক্ষক জব্দ, আটক ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/14/natore-news-pic.jpg)
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় প্রাইভেটকার থেকে এই তক্ষক জব্দ করেছে পুলিশ। ছবি : বড়াইগ্রাম থানা পুলিশ
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার থেকে একটি তক্ষক জব্দ করেছে পুলিশ। এ সময় চার পাচারকারীকেও আটক করা হয়। গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় যানবাহন পরীক্ষার জন্য চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় পুলিশ তক্ষকসহ চার পাচারকারীকে আটক করে।
আটক হওয়া চার পাচারকারী হলেন–বড়াইগ্রামের আব্দুল মজিদ ও সুজন আহমেদ এবং গোপালগঞ্জের নাছির ও ধামরাইয়ের তৌফিক এলাহী।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, দুপুরে মানিকপুর এলাকায় যানবাহন পরীক্ষার জন্য চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ঢাকার ধামরাই থেকে নাটোরগামী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি তক্ষক জব্দ করা হয়। এ সময় আটক করা হয় চার জনকে। চক্রটি দির্ঘদিন বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত।