হবিগঞ্জে বিরল প্রজাতির তক্ষক জব্দ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/04/16/tkkak.jpg)
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে জব্দকৃত বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক। ছবি : এনটিভি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক জব্দ করেছে র্যাব। আজ শুক্রবার বিকেলের দিকে তক্ষকটি জব্দ করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার ৯ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কড়রা গ্রাম থেকে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক জব্দ করে।
জব্দকৃত তক্ষক রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, শায়েস্তাগঞ্জ রেঞ্জ, সিলেট বনবিভাগ অফিসে জিডির পর হস্তান্তর করা হয়েছে।