নাটোরে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/18/nator.jpg)
নাটোর জেলা কারাগার। ছবি : সংগৃহীত
নাটোরে ওসমান শেখ নামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তিন দিন আগে গত সোমবার ২৯ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠান ভ্রাম্যমাণ আদালত। ওই কয়েদির নাম ওসমান শেখ।
জেল সুপার আব্দুর রহিম জানান, শহরতলীর দিঘাপতিয়া এলাকার ওসমান শেখকে গাঁজা সেবনের অপরাধে গত ১৪ মার্চ (সোমবার) ২৯ দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেলে সে অসুস্থতা বোধ করতে থাকে। এ অবস্থায় সন্ধ্যায় ওসমান শেখকে কারা হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে রাতে ওসমানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
আইনগত প্রক্রিয়া শেষে ওসামানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় কারা কর্তৃপক্ষ।