নাফ নদী থেকে ফের দুই নারীর ভাসমান মরদেহ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/14/cox-news.jpg)
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে আরও দুই নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী সংলগ্ন নাফ নদীর কিনারা থেকে মরদেহদুটি উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে গত তিনদিনে নারী ও শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হলো।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নাফ নদীতে ভাসমান দুই নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শনিবার ও গতকাল রোববার উদ্ধার হওয়া চার রোহিঙ্গার সঙ্গে তারাও একই নৌকায় ছিলেন। ওই নৌকাডুবিতে এই দুই নারীও থাকতে পারে।
গত ১২ জুন নাফ নদীর নাইক্ষ্যংখালী পয়েন্টে প্রথমে মা ও দুইশিশুসহ উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের তিন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়। গতকাল ফুলেরডেইল এলাকা থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এই চার রোহিঙ্গা বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জানে আলমের স্ত্রী সমসিদা খাতুন ও তাঁর তিন কন্যা।
আজ সোমবার নাফ নদীর আলীখালী পয়েন্টে উদ্ধার হলো আরও দুই নারীর মরদেহ। এ নিয়ে নারী শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার হলো। জানে আলম এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, গোপনে নৌকাযোগে মিয়ানমার পাড়ি দিতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌদুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।