নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িতে অভিযান, তিনটি বোমা উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে গতকাল রোববার রাতে অভিযানে সময় তিনটি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। নারায়ণগঞ্জের একটি মসজিদের মুয়াজ্জিনকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
সিটিটিসি ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেন, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায় পুলিশবক্সের পাশে একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের চেষ্টা করা হয়েছিল। বিস্ফোরণটি না ঘটায় পরে সিটিটিসির বম্ব ডিসপোজাল টিম ওই আইইডিটির বিস্ফোরণ ঘটায়। এর পর থেকেই এ ঘটনার ব্যাপারে অনুসন্ধান চালায় সিটিটিসি ইউনিট।
মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘দীর্ঘ দুই মাস পর আমরা রোববার বিকেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিড কিলার নামের এক জঙ্গিকে যাত্রাবাড়ী এলাকা থেকে আটক করি। তিনি নব্য জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। যে মোটরসাইকেলটি সাইনবোর্ডে বোমা বহনের কাজে ব্যবহৃত হয়েছিল, সে মোটরসাইকেলটিসহ আমরা তাঁকে আটক করি।’
‘মামুনকে জিজ্ঞাসাবাদের পর জানান, তিনি মসজিদের মুয়াজ্জিন। মসজিদের পাশেই তাঁর বাসা। সেই বাসায় আরও কয়েকটি তৈরি করা আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম আছে। এরপর তাৎক্ষণিকভাবে সোয়াত টিমসহ আমরা এখানে চলে আসি। এখানে তিনটি শক্তিশালী আইইডি ডিফিউজ করেছে আমাদের বম্ব ডিসপোজাল টিম। এর মধ্যে দুটি বিস্ফোরণে এলাকা প্রকম্পিত হয়েছে। এ রকম শক্তিশালী বোমা তিনি তৈরি করেছেন এবং পরে কোনো হামলার উদ্দেশে এমন বোমা বানিয়ে রেখেছেন। পরে পোস্ট ব্লাস্ট ইনভেস্টিগেশন টিম ঘটনাস্থলে তল্লাশি চালায়। সেখানে বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।’