নারায়ণগঞ্জে ড্রেন নির্মাণকালে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলায় সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করার সময় বিদ্যালয়ের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, ড্রেনের কাজ চলা অবস্থায় পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে হৃদয়, মিম ও দুলালী নামে তিন শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় তাদেরকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় হৃদয় ও মিম রাতে মারা যায় বলে জানান পরিদর্শক দীপক চন্দ্র সাহা। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে উল্লেখ করেন তিনি।