নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জিহাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার কাঁচপুর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে সোনারগাঁও উপজেলার কাঁচপুর বিসিক শিল্প এলাকায় এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের বাড়ি কাঁচপুর উত্তরপাড়া এলাকায়। তিনি সবজি বিক্রেতা নাহিদ মিয়ার ছেলে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহত জিহাদের মাথায়, হাতে, পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।