নারায়ণগঞ্জে ডোবা থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইকারটেক সেতুর নিচের ডোবা থেকে সায়মা (২২) নামের এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সায়মা স্থানীয় কলাপাতা বার্গার নামে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেদুল হাসান খান জানান, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। বস্তা খোলার পর একজন তরুণীর মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে কসটেপ দিয়ে পেঁচিয়ে ডোবায় ফেলে দিয়েছে।
ওসি মো. রাসেদুল হাসান খান আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মরদেহ পচে যাওয়ায় আঘাতের চিহ্ন বোঝা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।