নিউ সুপার মার্কেটে আগুনের কারণ অনুসন্ধানে ডিএসসিসির কমিটি
 
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ রোববার (১৬ এপ্রিল) করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা এক দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহ্বায়ক এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়। তাদের সহযোগিতা করেন স্বেচ্ছাসেবীরাও।
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নেভাতে গিয়ে শনিবার অন্তত ৩০ জন আহত হয়েছেন বলেও জানা যায়। এদের মধ্যে দমকল বাহিনীর তিন কর্মকর্তা, ফায়ারফাইটার ২১ জন, ভলান্টিয়ার দুজন, আনসার সদস্য দুজন, স্কাউট একজন এবং বিমান বাহিনীর একজন সার্জেন্ট। তারা সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর-৭ (১৪. ১৫ এবং ১৮ নম্বর ওয়ার্ড), ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি, পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) এবং মার্কেট নির্মাণ সেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

 
                   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
 
 
               
               
               
 
 
 
 
 
 
