নিপাহ ভাইরাস সংক্রমণ যেভাবে ছড়ায়
শীতকালে খেজুর গাছ থেকে রসে ভরা কলসি নামিয়ে সরাসরি কাঁচা রস পানের অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এই খেজুরের রসে যদি বাদুড় মুখ দিয়ে থাকে, তাহলে সংক্রমণ হতে পারে নিপাহ ভাইরাসে। আক্রান্ত হওয়ার আশঙ্কার এই কারণ ছাড়াও বেশ কিছু তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, যারা কাঁচা খেজুরের রস এবং আংশিকভাবে পাখি, বিশেষ করে বাদুড়ের খাওয়া ফল খান, তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
এ ছাড়া, সুস্থ ব্যক্তিরা সংক্রমিতদের সংস্পর্শে এলে তাদেরও ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এটি দ্রুত একজন থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে, যা উদ্বেগের বিষয়। তবে, ‘রোগীর পরিচর্যাকারীরা শুধু গ্লাভস, মাস্ক পরলেই হবে; কেননা আক্রান্ত রোগী থেকে বাতাসের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায় না’, বলছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্প্রতি বাংলাদেশের ২৮ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই সংক্রমণ মোকাবিলায় মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে মোট ২০টি আসন প্রস্তুত করতে অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।