নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার পর সানজামুল ইসলাম শান্ত (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকার সৌদি প্রবাসী আবুল বাশারের ছেলে। সে পাশের নোয়াখালী জেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, শান্ত গতকাল বৃহস্পতিবার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে নবীগঞ্জ বাজার এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এ সময় শান্তকে গুরুতর অবস্থায় লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।