নেত্রকোনায় এক হাজার চালকদের মধ্যে খাদ্য সহায়তা
নেত্রকোনায় করোনাকালীন লকডাউনে ক্ষতিগ্রস্ত সিএনজি ও অটোরিকশা চালকদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
লকডাউনে যেন জীবিকার প্রয়োজনে চালকরা রাস্তায় না আসে সেই লক্ষ্যকে সামনে রেখেই জেলা ও উপজেলা প্রশাসন বিশেষ নজরদারির মাধ্যমে এক হাজার অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা চাল, ডাল, তেল, লবণ ও চিনি বিতরণ করেছে।
এসব খাদ্যসামগ্রী তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী।
খাদ্য সহায়তা বিতরণকালে জেলা ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।