গাজায় বিমান থেকে ত্রাণ ফেলছে জর্ডান-আরব আমিরাত

দীর্ঘ কয়েক মাস পর আবারও গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ ফেলতে শুরু করেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। রোববার (২৭ জুলাই) জর্ডানের সশস্ত্র বাহিনী (জেএএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
বিবৃতিতে বলা হয়েছে, জর্ডান সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে গাজার বিভিন্ন স্থানে মানবিক সাহায্য ও খাদ্য সরবরাহ পৌঁছে দিতে তিনটি বিমান থেকে ত্রাণ ফেলেছে।
জর্ডানের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, বিমান থেকে ফেলা এই ত্রাণে ২৫ টন খাদ্য ও মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল।
জেএএফ উল্লেখ করেছে, আকাশপথে এই সাহায্য ফিলিস্তিনি জনগণকে সহায়তা করার জন্য জর্ডানের চলমান প্রচেষ্টার অংশ, যা অন্যান্য দেশ ও মানবিক সংস্থাগুলোর সহযোগিতায় করা হচ্ছে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেএএফ মোট ১২৭টি বিমান থেকে ত্রাণ ফেলেছে, অন্যান্য দেশের সহযোগিতায় মোট ২৬৭টি বিমান থেকে ত্রাণ পাঠানো হয়েছে।

তবে কিছু সাহায্য সংস্থা বিমান থেকে ত্রাণ পাঠানোর পদ্ধতিকে ব্যয়বহুল, অদক্ষ ও বিপজ্জনক বলে সমালোচনা করলেও জেএএফ এর পক্ষে যুক্তি দিয়ে বলেছে, এগুলো অল্প সময়ের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি অতিরিক্ত উপায়। এর মাধ্যমে যেসব এলাকায় পৌঁছানো কঠিন, সেখানে জরুরি মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
জেএএফ আরও জানিয়েছে, স্থলপথে ত্রাণ সরবরাহ এখনও সবচেয়ে কার্যকর পদ্ধতি। তারা মানবিক গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করে স্থলপথে ত্রাণ কনভয় পাঠানো অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে।