গাজায় ইসরায়েলের ‘মানবিক বিরতি’ শুধুই লোক দেখানো : অক্সফ্যাম

গাজা উপত্যকায় ইসরায়েলের ঘোষণা করা ‘কৌশলগত বিরতি’ বা ‘মানবিক বিরতি’ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের দাতব্য সংস্থা অক্সফ্যাম। তারা বলছে, এই বিরতি একটি ‘কৌশলগত অঙ্গভঙ্গি’ (শুধুই লোকদেখানো) হওয়ার ঝুঁকিতে রয়েছে। অক্সফ্যামের মতে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া এই ধরনের পদক্ষেপের তেমন কোনো মূল্য নেই। খবর সিএনএনের।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও গাজার জন্য অক্সফামের নীতি প্রধান বুশরা খালিদি এক বিবৃতিতে বলেছেন, ভয়াবহ বিমান হামলা আর অল্প কিছু ত্রাণবাহী ট্রাক গাজায় মাসের পর মাস ধরে চলা দুর্ভিক্ষ দূর করতে পারবে না।
খালিদি আরও বলেছেন, যা প্রয়োজন, তা হলো গাজার সব সীমান্ত অবিলম্বে পুরোপুরি খুলে দেওয়া, যাতে অবাধ ও নিরাপদে ত্রাণ পৌঁছাতে পারে। এর সঙ্গে দরকার একটি স্থায়ী যুদ্ধবিরতি। যদি ঝুঁকি কমানো না হয়, তাহলে এই পদক্ষেপ শুধুই লোকদেখানো হবে।
ইসরায়েল বলেছিল, তাদের এই ঘোষণা গাজায় মানবিক সাহায্য বাড়াতে সাহায্য করবে। কিন্তু এই ঘোষণার পর বিভিন্ন সাহায্য সংস্থার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

রোববার (২৭ জুলাই) সকালে জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার গাজায় ইসরায়েলের এই ‘মানবিক বিরতি’ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
তবে, জাতিসংঘের শিশু সহায়তা সংস্থা ইউনিসেফের জরুরি যোগাযোগ বিশেষজ্ঞ জো ইংলিশ সিএনএনকে বলেছেন, এত অল্প সময়ে তারা ‘অলৌকিক কাজ’ করতে পারবে না। তিনি জানান, কিছু শিশুর সুস্থ হতে কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা দরকার হয়, যা এই স্বল্প বিরতিতে সম্ভব নয়।