নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে চারজনের মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বজরা ইউনিয়নের শিলমূদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন আব্দুর রহিম, ইউছুপ, সুমন ও জুয়েল। তারা একে অপরের আত্মীয়-স্বজন বলে জানা যায়।
বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যার দিকে আব্দুর রহিম তার নিজস্ব মার্কেটের পাশে একটি উঁচু জমির গাছে গোড়ায় পানি দিতে যান। সেখানে একটি পল্লীবিদুতের লোহার খুঁটির সঙ্গে হাতের স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎতায়িত হন। এ সময় পাশে থাকা লোকজন তাকে বাঁচাতে এলে অপর তিনজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
জেলা পুলিশ সুপার শহিদুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।