ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে নিহত

ঝিনাইদহে আজ শনিবার বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যুর পর মরদেহের সামনে স্বজনদের বিলাপ। ছবি : এনটিভি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।
জানা গেছে, টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বিদ্যুতের তারে স্পর্শ করলে তাসলিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেয়েকে বাঁচাতে ছুটে আসেন মা। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এর আগে মরিয়মের স্বামী সাপের কামড়ে মারা যান।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’