নৌকার সমর্থকদের বাড়িতে বিজয়ী বিদ্রোহী প্রার্থীর হামলার অভিযোগ
বরিশালের মেহেন্দিগঞ্জের জয়নগর ইউনিয়নে নির্বাচনের পর নৌকার প্রার্থী সেকান্দার আলী জাফরের সমর্থকদের বাড়ি বাড়ি নবনির্বাচিত আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে মনিরের অনুসারীরা বিভিন্ন এলাকায় এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ বলছে, ৮নং ওয়ার্ডের ফারুখ বাঘা, ৬নং ওয়ার্ডের সুজন সরদার, ফালান মোল্লা, কেফায়েত চৌধুরী, আরিফ সরদান ও ৯ নং ওয়ার্ডের আলমগীর মল্লিকের বাড়িতে হামলা ও তাঁদের মারধরের পাশাপাশি আজিজুল ফকিরের স্ত্রী ও মেয়েকে মারধর করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌকার প্রার্থী অধ্যাপক সেকান্দার আলী জাফরের মেয়ে নামিয়া জাফর নাম্মী বলেন, ‘নির্বাচনের পরই আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। এরপর গতকাল দুপুরে জয়নগর বাজারে আওয়ামী লীগের দুই কর্মীর দোকান বন্ধ করে দেয়। এরপর রাতে মনির হোসেন নিজে রাম দা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা করে। পুলিশকে জানানো হলেও তারা বিষয়টি গুরুত্ব দেয়নি।’
নাম্মী আরও বলেন, ‘নির্বাচনের পর নৌকার সমর্থনকারী অনেকেই জীবনের ভয়ে এলাকা ত্যাগ করেছেন। আমরা জেলা আওয়ামী লীগকেও বিষয়টি জানিয়েছি। এ ছাড়া গতকাল দুপুরে ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে ফেলেছেন মনির হোসেন।’
এই বিষয়ে জানতে মনির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাঁর মঠোফোন বন্ধ পাওয়া যায়।
আজ শুক্রবার সন্ধ্যায় কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইর বলেন, ‘রাতের কোনো ঘটনা আমাদের জানা নেই। তবে, গতকাল দুপুরে হামলার ঘটনায় আজিজুল ফকিরের দেওয়া অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’