পদ্মায় ফেরিতে মোটরসাইকেল পারাপারের অপেক্ষায় চালকেরা
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ছিল শিমুলিয়া নৌপথ। পদ্মা সেতু চালু ও নাব্য সংকটের কারণে পদ্মায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আর, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকায় সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকে।
ঈদকে সামনে রেখে বাইকারদের বিভিন্ন সময় মানববন্ধন করতে দেখা যায় পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের দাবিতে। মোটরসাইকেল চলাচলের বিধি নিষেধ থাকায় ঈদযাত্রায় বিপাকে পড়েন বাইকারেরা। ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে পাড়ি দেন উত্তাল পদ্মা। তবে, মোটরসাইকেলের চালকদের কথা চিন্তা করে বিশেষ বিবেচনায় ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে মাঝিরকান্দির উদ্দেশে। তিন নম্বর রোড ফেরিঘাট বাইকারেরা অপেক্ষা করতে থাকেন ফেরিতে ওঠার জন্য।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন-বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ বলেন, ‘বিশেষ বিবেচনায় ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপারের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কখন ছাড়বে বলা যাচ্ছে না। তবে, ঢাকার এলাকায় মোটরসাইকেল জড়ো হয়েছে। ফেরি ভরে গেলে ছেড়ে দেওয়া হবে।’