পরিকল্পনামন্ত্রীর মুঠোফোন ছিনতাইকারী চিহ্নিত : পুলিশ
পরিকল্পনা কমিশন থেকে বের হয়ে নিজের মুঠোফোনে কথা বলতে বলতে বিজয় সরণির দিকে যাচ্ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গাড়ির কাচ খোলা ছিল। হঠাৎ এক ছিনতাইকারী পরিকল্পনামন্ত্রীর মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়। ঘটনাটি গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকের। তদন্তের পর ওই ছিনতাইকারীকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার রাতে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন এনটিভি অনলাইনের কাছে এ দাবি করেন।
আ স ম মাহতাব উদ্দিন বলেন, ‘মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোনটি একজন হেরোইনসেবি ছিনতাই করেছে। প্রথমে সে বুঝতে পারেনি যে, মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই করেছে। পরে যখন বুঝতে পেরেছে তখন গা-ঢাকা দিয়েছে। ছিনতাইকারীকে চিহ্নিত করা গেছে। তার নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ওই ছিনতাইকারী রাস্তার মুখে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। তাকে ধরতে অভিযান চলছে। আমরা তাকে দ্রুতই ধরে ফেলব বলে আশা করছি। সে মূলত ছিনতাই করে আর নেশা করে।’
এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম বলেন, এই ঘটনাটি পুলিশের কয়েকটি সংস্থা তৎপর রয়েছে। সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও মুঠোফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, নভোথিয়েটারের উল্টো পাশ থেকে ছিনতাইকারী মুঠোফোনটি নিয়ে তেজগাঁওয়ের দিকে চলে যায়। সে সময় টিপটিপ বৃষ্টিও হচ্ছিল। সন্ধ্যা বলে অন্ধকারও ছিল।