পল্লীবিদ্যুতের পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট, একই পরিবারের তিনজন নিহত
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শা কড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারুনুর রশীদ (৪০), তাঁর ছেলে নবম শ্রেণির ছাত্র বাবলু (১৪), বাবুলের চাচাতো ভাই পঞ্চম শ্রেণির ছাত্র সাঈদ (১০)।
কর্শা কড়িয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদর উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাড়ির কাছেই সাইকেল চালানোর সময় পল্লীবিদ্যুতের খুঁটি থেকে ছিড়ে মাটিতে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সাঈদ। তার চিৎকারে চাচাতো ভাই বাবলু (১৪) এগিয়ে এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করতে বাবলুর বাবা হারুনুর রশীদ (৪০) এগিয়ে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক দগ্ধ হন।
পরে এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে অচেতন অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. তানভীর আনসারী জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।