পাঁচপীরের মাজারে ওরস চলাকালে হামলায় যুবক নিহত, আহত ২০
হবিগঞ্জ সদর উপজেলায় পাঁচপীরের মাজারে ওরস চলাকালে দুর্বৃত্তদের হামলায় আফজাল চৌধুরী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। এ ছাড়া কয়েকটি বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এ তথ্য জানিয়েছেন।
নিহত আফজাল চৌধুরী বিআরটিসি’র বাসচালক এবং ওরস কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে উজ্জ্বল চৌধুরী, রিপন চৌধুরী, সজল চৌধুরী, বেলাল চৌধুরী ও তিতু মিয়া নামের পাঁচ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উজ্জ্বল, তিতু মিয়া ও রিপন চৌধুরীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার দিবাগত গভীর রাতে পাঁচপীরের মাজারে বাৎসরিক ওরস ছিল। এ উপলক্ষ্যে বিভিন্ন গ্রাম থেকে হাজারও ভক্ত ওরসে জড়ো হয়। হঠাৎ দিবাগত রাত ১টার দিকে একদল লোক দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে ওরসে হামলা চালায়। এ সময় হামলায় ঘটনাস্থলেই নিহত হন আফজাল চৌধুরী।
স্থানীয় কয়েকজনের দাবি, ওরস চলাকালে গানের আসরে অশ্লীল নাচ-গান করা হচ্ছিল। এর মধ্যে ওরস কমিটির সদস্য আফজাল চৌধুরী গতকাল সন্ধ্যার দিকে ঘোষণা দিয়েছিলেন, ওরস উপলক্ষ্যে আয়োজিত মেলায় কেউ যদি অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে ক্ষিপ্ত হয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।