মাদারীপুরে কাভার্ড ভ্যানচাপায় দুই বন্ধু নিহত
মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি আইলেনের সামনে কাভার্ড ভ্যানচাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আমগ্রাম দক্ষিণ পাড়ার নিত্যানন্দ গাইনের ছেলে পলাশ গাইন (৩৪) ও একই এলাকার বিকাশ সরকারের ছেলে বিপ্লব সরকার (৩৪)। তারা দুজন বন্ধু ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে আমগ্রাম ফেরার পথে বরিশাল থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন মারা যান। গুরুতর আহত ভ্যানচালক বিপ্লব সরকারকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনিও মারা যান।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর কালিবাড়ি আইলেনে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এম. আর. মুর্তজা, মাদারীপুর