দক্ষিণ চীনে আবাসিক ভবনে আগুন, নিহত ১২
প্রতীকী ছবি
দক্ষিণ চীনের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গুয়াংডং প্রদেশের শানতুতে চারতলা একটি ভবনে এই আগুন লাগে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চাওনান জেলা ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানায়, আগুন প্রায় ১৫০ বর্গমিটার (১,৬০০ বর্গফুট) এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। তবে রাত ১০টার দিকেই আগুন নিভিয়ে ফেললে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সংক্রান্ত তদন্ত কাজ শৃঙ্খলার সঙ্গে পরিচালিত হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক